ফের অধিনায়ক বদল করল চট্টগ্রাম, নাঈমকে সরিয়ে আফিফ
এবারের বিপিএলে অধিনায়ক নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাটক যেন কিছুতেই শেষ হচ্ছে না। কারোর ওপরই যেন আস্থা রাখতে পারছে না দলটি। টুর্নামেন্টের মাঝে তিনবার অধিনায়ক বদলে ফেলল তারা।
মেহেদী হাসান মিরাজের পর দলটির নেতৃত্বভার উঠেছিল অভিজ্ঞ নাঈম ইসলামের কাঁধে। তাকেও সরিয়ে দিল বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। চট্টগ্রামের ক্যাপ্টেন এখন আফিফ হোসেন ধ্রুব।
আজ মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে চট্টগ্রামের হয়ে টস করতে নামেন আফিফ। তবে তার টস মোটেই পয়া নয়।
অধিনায়কত্বের শুরুতেই টসে হেরে গেছেন তরুণ অলরাউন্ডার আফিফ। ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টস জিতে বেছে নিয়েছেন বোলিং।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: চ্যাডউইক ওয়ালটন, উইল জ্যাকস, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান, আকবর আলী (উইকেটরক্ষক), মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও জাকির হাসান।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), তামিম ইকবাল, ইমরান উজ্জামান, মাহমুদুল্লাহ (অধিনায়ক), শুভাগত হোম, মোহাম্মদ নাইম, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা, এবাদত হোসেন, কায়েস আহমেদ ও ফজল হক ফারুকী।