চাহাল-ওয়াশিংটনের স্পিনে উড়ে গেল উইন্ডিজ
উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মহাপ্রয়াণের শোক নিয়ে মাঠে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেই শোককে শক্তিতে রূপান্তর করে ঠিকই দুর্বার এক জয় ছিনিয়ে নিয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মার দল।
কালো ব্যাচ ধারণ করে মাঠে নেমে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে নতুন মিশন শুরু করেছে ভারত। দাপুটে জয়টা এসেছে ১৩২ বল হাতে রেখেই। সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে নেমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৪৩.৫ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। ৭১ বলে ৪ ছক্কায় হাঁকান তিনি দুরন্ত ইনিংসটি।
হাজারতম ওয়ানডেতে ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল একাই শিকার করেন চার উইকেট। তিনটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। দুটি পান প্রসন্ন কৃষ্ণা।
জবাবে রোহিত শর্মার হাফ-সেঞ্চুরিতে ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৫১ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬০ রানের দুরন্ত এক ইনিংস খেলেন রোহিত।
ক্যারিবিয়ানদের হয়ে দুটি উইকেট নেন আলজারি জোসেফ। একটি উইকেট পান আকিল হোসেন ।