বাংলাদেশের জামাই মঈন আলী মজেছেন সিলেটি ভাষায়
মঈন আলী সিলেটের জামাই। বিপিএল খেলতে এখন শ্বশুরবাড়ির এলাকায় রয়েছেন ইংল্যান্ডের তারকা এ অলরাউন্ডার। এবারই প্রথম সিলেটে এলেন মঈন। তবে জৈব সুরক্ষা বলয়েবন্দি থাকার কারণে হোটেল আর মাঠের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেই চলে। কিন্তু তারপরও সিলেটে পা রেখে বেজায় খুশি মঈন। শ্বশুরবাড়ির এলাকায় এসে মঈন মজেছেন সিলেটি ভাষা শেখার আনন্দে।
আজ রোববার, ৬ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের ফাঁকে মঈন বলেন, ‘আমি কিছু সিলেটি শব্দ জানি। আরও কিছু জানতে পারলে খুশি হতাম। আশা করছি নতুন কিছু শব্দ শিখতে পারব। হোটেলে যারা আছে তারা আমার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলে। এজন্য আমাকে চেষ্টা করে শিখতে হবে।’
অজানা এক টানে পাকিস্তানি বংশোদ্ভূত মঈন সিলেটকে নিজের এলাকা হিসেবেই মনে করছেন, ‘বাংলাদেশে আমার বাড়ি, পাকিস্তানে আমার বাড়ি। ইংল্যান্ডেও আমার বাড়ি। জায়গাগুলো আমার কাছে একই। আমার শ্বশুর এখানে আছেন। তাদের প্রতি আর সিলেটের প্রতি আমার শ্রদ্ধা। তারা সব সময় বলেন, চলো সিলেটে যাই। কিন্তু কোনোভাবেই পারি না। এখন এখানে আসতে পেরে ভালো লাগছে। আমি খুব খুশি।’
মঈনের স্ত্রী ফিরোজা হোসেনের বাবার বাড়ি সিলেটে। সিলেট শহরের পীর মহল্লা এলাকায় বসবাস করতেন ফিরোজার মা-বাবা। বাবা এম হোসেন সপরিবারে স্থায়ী হয়েছেন ইংল্যান্ডে। সেখানেই জন্ম ফিরোজার।
মঈন সিলেটে আসায় ফিরোজাও সিলেটে আসার সুযোগ পেয়েছেন। মঈন বলেন, ‘আমার স্ত্রী বাংলাদেশে এসেছে। তার বোন, জামাইসহ সবাই ঢাকায়, দুইদিনের মধ্যে সিলেটে আসছে।’