লতা মঙ্গেশকরের স্মরণে শচীন-কোহলিদের শ্রদ্ধাঞ্জলি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শচীন টেন্ডুলকার ও লতা মঙ্গেশকর

শচীন টেন্ডুলকার ও লতা মঙ্গেশকর

না ফেরার দেশে চলে গেছেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। আজ রোববার, ৬ ফেব্রুয়ারি সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেন উপমহাদেশের এ সুরসম্রাজ্ঞী। শুধু গানই ভালোবাসতেন তিনি। ক্রিকেটের প্রতি অসম্ভব টান অনুভব করতেন সঙ্গীতের এ কিংবদন্তি। তাই তো শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেটাঙ্গনেও।

লতা মঙ্গেশকরের মহাপ্রয়াণে শোকস্তব্ধ শচীন টেন্ডুলকার। ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ করলেন ক্রিকেটের পাড় ভক্ত মেলোডি কুইনকে, ‘লতা দিদির জীবনের একটি অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তিনি সর্বদা আমাকে তার ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছিলেন। তার মৃত্যুতে, আমার একটি অংশও হারিয়ে গেছে। তিনি সবসময় তার সঙ্গীতের মাধ্যমে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। ‘

বিজ্ঞাপন

ভারতের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলি এক টুইট বার্তায় শ্রদ্ধাঞ্জলি জানান প্রিয়শিল্পীকে, ‘লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত৷ তার মধুর সঙ্গীত লাখ লাখ মানুষকে ছুঁয়ে গিয়েছে বহুবার৷ আপনার সমস্ত সঙ্গীত ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ৷ পরিবারের মানুষের জন্য আমার গভীর সমবেদনা৷’

হরভজন সিংও শোক জানিয়েছেন। সাবেক এ ক্রিকেটার লিখেন, ‘লতাজির মৃত্যুর খবর শুনে খুব দুঃখ হয়েছে৷ আপনার আওয়াজ আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবে৷ কোটি কোটি প্রণাম৷’

বিজ্ঞাপন

ক্রিকেটপাগল লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর শ্রদ্ধা জানিয়ে লিখেন, ‘কিংবদন্তিরা অনন্তকাল বেঁচে থাকেন৷ কেউ তার মতো কখনই হবে না৷’