ঢাকা ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আন্দ্রে রাসেল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেলের উপস্থিতিতে এবারের বিপিএলের আলোটা বেড়ে গিয়েছিল অনেকটা। তবে টুর্নামেন্টের আকাশে তারা হয়ে জ্বলতে থাকা ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেট সুপারস্টার আর থাকছেন না। বাংলাদেশের ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাঝে মিনিস্টার গ্রুপ ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন তারকা এ অলরাউন্ডার। আগামীকাল শনিবার ৫ ফেব্রুয়ারি রাতে ফিরে যাচ্ছেন তিনি। 

রাসেল যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই প্রিয় দল ঢাকাকে সমর্থন দিয়ে যাবেন তিনি। এক ভিডিও বার্তায় এ স্টার ক্রিকেটার বলেন, ‘আজ আমার শেষ ম্যাচ ছিল, বৃষ্টিতে ভেসে গেল। আজ ভালো একটা ম্যাচ খেলে সবাইকে বিনোদন দিয়ে বিদায় নিতে চেয়েছিলাম। বৃষ্টির জন্য তা হলো না। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমরা শিরোপা জেতার মতো দল। মিনিস্টার ঢাকার সমর্থকরা সমর্থন জুগিয়ে যান। ডালাস (যুক্তরাষ্ট্র) থেকে আমি যুক্ত থাকব।’

বিজ্ঞাপন

দলের জন্য দোয়া চেয়ে রাসেল বলেন, ‘টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে। আমার এবং দলের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ।’

বিপিএলের চলতি আসরে ঢাকার হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন রাসেল। চার ইনিংসে ব্যাট করে দলকে দিয়েছেন ৬১ রান। সঙ্গে বল হাতে উইকেট নিয়েছেন ৮টি। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তার খেলার কথা ছিল। কিন্তু বৃষ্টির হানায় খেলা পরিত্যক্ত হওয়ায় সেটা আর হয়ে উঠেনি।

বিজ্ঞাপন