ম্যাচ পরিত্যক্ত, তবু বরিশালকে টপকে শীর্ষে কুমিল্লা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খেলা না থাকায় মাঠে আলোচনায় ব্যস্ত মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজারা

খেলা না থাকায় মাঠে আলোচনায় ব্যস্ত মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজারা

বিপিএলের দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার মধ্যে মাঠের লড়াই শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে বৃষ্টির বাধায় এই ম্যাচটিও বাতিল হয়ে যায়।

ফলে আগের ম্যাচের মতো দুদলই পয়েন্ট ভাগাভাগি করে। ১ পয়েন্ট নিয়ে কুমিল্লার সংগ্রহ দাঁড়িয়েছে ফরচুন বরিশালের সমান ৯ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় বরিশালকে টপকে শীর্ষে উঠে গেছে কুমিল্লা।

বিজ্ঞাপন

ছয় ম্যাচে চার জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন কুমিল্লা। সাত ম্যাচে ৩টি করে জয় ও হারে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। দুদলের একটি করে ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

তার আগে দুপুরে মাঠে নামার কথা ছিল সিলেট রাইজার্সের। আজ শুক্রবার, ৪ ফেব্রুয়ারি তাদের লড়াই ছিল ফরচুন বরিশালের বিপক্ষে। কিন্তু বেরসিক বৃষ্টির বাগড়ায় বিপিএলের ম্যাচ আর মাঠেই গড়ায়নি।

বিজ্ঞাপন

দুপুর ১টায় হওয়া কথা ছিল টস। তার আগেই উত্তর বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে বৃষ্টি এসে হানা দিয়ে বসে। যে কারণে আর মাঠেই নামতে পারেননি সিলেট ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন ও বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।

পরে বৃষ্টির নাচন না থামায় দুপুর ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। একটি করে পয়েন্ট পায় সিলেট ও বরিশাল।

সাত ম্যাচে চার জয় ও দুই জয়ে ৯ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে ফরচুন বরিশাল। অন্য দিকে ছয় ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে চার হারে ৩ পয়েন্ট নিয়ে তলানীতে রয়েছে সিলেট। দুদলের একটি করে ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

সিলেট ও বরিশালের ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন গা গরমের জন্য। কিন্তু ততক্ষণে চার দিকে যেন অন্ধকার নেমে আসে। পরে বৃষ্টি চলে আসায় ওয়ার্মিং সেশনটাও ঠিকঠাক ভাবে করতে পারেননি ক্রিকেটাররা। রিমঝিম বৃষ্টির তালে প্রকৃতি যেন খেলা শুরু করে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।