ঢাকায় এসেছেন ব্যাটিং কনসালটেন্ট জেমি সিডন্স

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জেমি সিডন্স

জেমি সিডন্স

ব্যাটিং পরামর্শকের দায়িত্ব বুঝে নিতে বাংলাদেশে এসেছেন জেমি সিডন্স। নতুন দায়িত্ব নিতে দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টাইগারদের সাবেক এই প্রধান কোচ। দ্বিতীয় দফায় ভিন্ন পদে যোগ দিতে আজ বুধবার, ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ান এই কোচ।

সিডন্সের দায়িত্ব নিয়ে আজ মিরপুরে গণমাধ্যমকে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জেমি সিডন্সের বিষয়টা আসলে ওনাকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে।’

বিজ্ঞাপন

সিডন্স আসলেও অ্যাশওয়েল প্রিন্সও জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। এমনটাই জানান নিজামউদ্দিন, ‘আপনারা জানেন অ্যাশওয়েল প্রিন্স কিন্তু আমাদের ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। সো দুজন আমাদের এখন ব্যাটিং কোচ আছেন, স্পেশালিস্ট ব্যাটিং কোচ। এখন পর্যন্ত যেটা আছে, প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে কাজ করবেন।’

বাংলাদেশের ক্রিকেটে জেমি সিডন্স নতুন মুখ নয়। এর আগেও দেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন তিনি। ছিলেন টাইগারদের প্রধান কোচ। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে দায়িত্ব ছেড়ে দেন।

বিজ্ঞাপন