ভারতের পর পাকিস্তানের কাছেও হারল দেশের যুবারা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন আগেই শেষ হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে গেছে জুনিয়র টাইগাররা। এবার পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচেও হারল দেশের ছেলেরা। ২১ বল হাতে রেখে পাকিস্তান ম্যাচটি জিতল ৬ উইকেটে।
বাংলাদেশের হয়ে আরিফুল ইসলাম দারুণ এক সেঞ্চুরি হাঁকান। ১১৯ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০০ রান করে ম্যাচসেরা হন তিনি। বাকি ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক স্পর্শ করেন কেবল দুই জন- ইফতেখার হোসেন (২৫) ও এসএম মেহেরব (১৪)। এতে ৪৯.২ ওভারে কোনোমতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৫ রান।
পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন আওয়াইস আলী ও মেহরান মুমতাজ। জিসান জামির ও আহমেদ খান একটি করে উইকেট নেন।
তবে জয়ের লক্ষ্য ১৭৬ রান ছুঁতেই ৪৬.৩ ওভার লেগে যায় পাকিস্তানের। কিন্তু উইকেট হারায় মাত্র ৪টি।
হাসিবুল্লাহ খান ৭৯ রানের দারুণ এক ধৈর্যশীল ইনিংস খেলেন। ১০৭ বলের ইনিংসটি সাজান তিনি ৪টি করে চার ও ছক্কায়। সঙ্গে মোহাম্মদ শেহজাদ ৩৬, ইরফান খান ২৪ ও আব্দুল ফাসেহ ২২ রান এনে দেন।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন রাকিবুল হাসান। একটি উইকেট পান নাঈমুর রহমান।