নাটকীয়তা শেষে ছয় রানে জিতল বরিশাল
রোমাঞ্চকর ম্যাচে ইয়াসির আলী অসাধারণ এক ফিফটি হাঁকালেন। দলকে নিয়ে গেলেন জয়ের কাছাকাছি। কিন্তু শুরুতে বল নষ্ট করা খুলনা টাইগার্স তীরে এসে তরী ডুবাল। নাটকীয় ম্যাচে ক্যাপ্টেন সাকিব আল হাসানের ফরচুন বরিশাল জিতল ৭ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়ে বিপদে পড়ে যায় বরিশাল। ২৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। পরে ব্যাট হাতে দাপট দেখান সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে দুজনে মিলে ৫৯ বলে গড়েন ৭৯ রানের জুটি।
সাকিব ৪১ ও শান্ত ৪৫ রান করায় বিপদ কাটিয়ে ১৮.৫ ওভারে কোনোমতে ১৪৫ রানের লড়াকু পুঁজি গড়ে বরিশাল। খুলনার হয়ে তিন উইকেট নেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট পান কামরুল ইসলাম ও ফরহাদ রেজা।
লক্ষ্য তাড়া করতে নেমে ইয়াসির খেলেন দাপুটে এক হাফ-সেঞ্চুরি। ৩৪ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজান ৫৭* রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস। ৩৩ রান আসে ক্যাপ্টেন মুশফিকুর রহিমের ব্যাট থেকে। তবে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রানে গুটিয়ে যায় খুলনা।
ডোয়াইন ব্রাভো তিন উইকেট শিকার করেন। ব্যাটিং ঝলক দেখানোর পর বল হাতেও আলো ছড়ান বিশ্বসেরা অলরাউন্ডার। দুটি উইকেট নেন ম্যাচসেরা সাকিব আল হাসান।