মিরাজ-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে শুনানিতে ডাকবে বিসিবি
নাটক শেষ হয়েছে গতকালই। অভিমান শেষে মেহেদী হাসান মিরাজ রয়ে গেছেন চট্টগ্রামেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও সৈয়দ ইয়াসির আলম ও ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিতের সঙ্গে নিজের বিরোধের নিষ্পত্তির কথা সংবাদ সম্মেলনে জানান তিনি। চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের জার্সি একটি ম্যাচও আজ খেলে ফেলেছেন তারকা অলরাউন্ডার। তবে ব্যাপারটা এখানেই শেষ হচ্ছে না। ঢাকায় ফিরলে দুই পক্ষকেই শুনানিতে ডাকবে বিপিএল গভর্নিং কাউন্সিল।
চট্টগ্রামে সবকিছু মিটে গেলেও ব্যাপারটা ভালো লাগেনি বিসিবি কর্তা-ব্যক্তিদের কাছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার, ৩১ জানুয়ারি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক শেখ সোহেল জানান, পর্দার আড়ালের ঘটনা জানতে চায় বোর্ড, ‘ঘটনাটা আমরা গতকাল শুনলাম। কালকে আমরা আলাপ-আলোচনা করেছি। আমি ছিলাম, মল্লিক (গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব) ভাই ছিল, সিইও (নিজাম উদ্দিন চৌধুরী) ছিলেন। সবার সঙ্গে কথা বলার পর আমরা যেটা দেখেছি, মিরাজেরও এখানে দোষ আছে, ম্যানেজমেন্টেরও দোষ আছে। দুই পক্ষই কিন্তু দোষী সাব্যস্ত হয়।’
মিরাজের ঘটনা নিয়ে শুনানি করবে বিসিবি। এনিয়ে শেখ সোহেল বলেন, ‘মিরাজ যে কাজটা করেছে, এত বড় মাপের খেলোয়াড় হয়ে, জাতীয় দলের খেলোয়াড় হয়ে টুর্নামেন্টের ভেতরে তার এমন ভূমিকা রাখা ঠিক ছিল না। তার অপেক্ষা করা উচিত ছিল। যেহেতু আমরা ডিসিপ্লিনারি কমিটি ছিলাম, একটু অপেক্ষা করতে পারত। ফ্র্যাঞ্চাইজিরও এখানে ঝামেলা আছে। ফ্র্যাঞ্চাইজিকেও ছাড় দেব না। শুনানি হবে কিছুদিনের মধ্যে। দুই পক্ষকে নিয়ে আমরা শুনানি করব।’
তার রোববার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব হারিয়ে মন খারাপ করে বসেন মিরাজ। অভিমান নিয়ে টিম হোটেল ছেড়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। চট্টগ্রামের হয়ে বিপিএলে আর খেলবেন না বলে চিঠি দিয়ে বিসিবি’কে জানিয়েও দেন মিরাজ। মায়ের অসুস্থতার কথা বলে বিকেলে ঢাকায় ফেরার জন্য হোটেলের নিচে নামলে দলের এক কর্মকর্তা তাকে আবার হোটেলে নিয়ে যান। তবে গণমাধ্যমকে পেয়ে মনের রাগটা ঠিকই ঝেরেছেন এ স্টার ক্রিকেটার।
দিনভর নাটকের পর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারী রিফাত উজ জামানের হস্তক্ষেপে অবসান ঘটে নাটকীয়তার। মিরাজকে নিয়ে রাতে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জানানো হয়, সব বিরোধ মিটে গেছে। দলে থেকে যাচ্ছেন মিরাজ। তবে বিসিবি’র শুনানির ঝামেলা ভালোই ভালোই মিটলেই হয়!