বিপিএলে খেলবেন না মিরাজ, ফিরছেন ঢাকায়
গতকাল শনিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে দলে অবাক করা এক বদল নিয়ে মাঠে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের নেতৃত্ব হারান মেহেদী হাসান মিরাজ। নেতৃত্বভার চলে যায় বর্ষীয়ান ক্রিকেটার নাঈম ইসলামের কাঁধে। বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি অবশ্য জানায়, নির্ভার রাখতেই মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পরে শোনা যায়, ইংল্যান্ড ফিরে যাওয়া প্রধান কোচ পল নিক্সনের নজর কাড়তে পারেননি অধিনায়ক মিরাজ। ফিরে যাওয়ার আগে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার পরামর্শ দিয়ে গেছেন নিক্সন। তবে হঠাৎ অধিনায়ক বদলের বিষয়টি মোটেই মেনে নিতে পারেননি এ টাইগার অলরাউন্ডার।
ক্রিকবাজ জানিয়েছে, মায়ের অসুস্থতার কথা বলে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ। তবে ধারণা করা হচ্ছে, অভিমান করেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ। চট্টগ্রামের হয়ে বিপিএলে আর খেলতে চান না তারকা এ ক্রিকেটার। বিষয়টি চিঠি দিয়ে ইতোমধ্যে বিসিবি’কে জানিয়েও দিয়েছেন মিরাজ।
নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ মিরাজ। তার কথাতেই মিলল প্রমাণ, 'ই-মেইলে মায়ের অসুস্থতার কথা বলেছি যদিও। কিন্তু চট্টগ্রামের ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্রিকেটারের মানহানি করেছে। এ রকমটা তারা আগেরবারও করেছে। এমন তো নয় যে আমি বাজে খেলেছি বা দল খারাপ করেছে। আমিও পারফর্ম করেছি, দলও এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল। বলা নেই কওয়া নেই - এভাবে আমাকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না। আমি খেলবই না। '
মিরাজ নিজের দল চট্টগ্রাম ও বিসিবি‘র কাছে মায়ের অসুস্থতার কথাই জানিয়েছেন মিরাজ। স্ত্রী-সন্তান নিয়ে এখনো চট্টগ্রামেই আছেন তিনি। জানা গেছে, আজ রোববার, ৩০ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবে মিরাজ।
এবারের বিপিএলে ব্যাট-বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছিলেন মিরাজ। অধিনায়ক হিসেবে বল হাতে ৮ উইকেট শিকার করেন। ব্যাট হাতে দলকে এনে দিয়েছেন ৭০ রান। তার নেতৃত্বে চট্টগ্রাম চার ম্যাচ খেলে দুই জয়ের বিপরীতে হার মেনেছে দুই ম্যাচ।