বিশ্বকাপ খেলতে ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে মেয়েরা
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বৈশ্বিক এ ক্রিকেট আসরকে সামনে রেখে আজ শনিবার, ২৯ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করেছে ক্যাপ্টেন নিগার সুলতানার দল। মিরপুরের অ্যাকাডেমি মাঠে শুরু হয়েছে তাদের স্কিল অনুশীলন।
তার আগে জাহানারা আলমকে রেখে টুর্নামেন্টের জন্য শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ভালো একটি দল পেয়ে খুশি সালমা, ‘যে দলটা করা হয়েছে আসলে আমি বিশ্বাস করি অনেক ভালো একটা দল হয়েছে। অনেক জুনিয়র মেয়েরা আছে। আপনি বললেন যে সবাই এটেন্ড করেনি, কিন্তু আমরা সবাই এটেন্ড করেছি শুধু জাহানারা আসেনি। কালকে থেকে এটেন্ড করবে ইনশাআল্লাহ্।’
বিশ্বকাপ খেলতে ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে দেশের নারী ক্রিকেটাররা। পুরো ব্যাপারটা সালমার কাছে স্বপ্ন পূরণের মতো, ‘আমরা আগামী ৩ তারিখ (ফেব্রুয়ারি) যাব। আসলে এটা আমাদের সবারই স্বপ্ন ছিল ওয়ানডে বিশ্বকাপ খেলব। আমরা যারা সিনিয়র আছি, আমাদের বড় একটা স্বপ্ন ছিল আমরা একদিন ওয়ানডে বিশ্বকাপ খেলব। সেটা আল্লাহর রহমতে আমরা জিম্বাবুয়ে থেকে অর্জন করে আসতে পেরেছি।’
কোয়ারেন্টিন পর্ব আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগে নিউজিল্যান্ডে যাবে দল। তেমনটাই জানালেন সালমা, ‘এত আগে কারণ নিউজিল্যান্ডে ১০ দিনের একটা কোয়ারেন্টাইন আছে। আমরা আগে যাচ্ছি বিসিবি নিয়ে যাচ্ছে কারণ ওখানকার আবহাওয়া-কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। যেহেতু এর আগে আমরা কখনই নিউজিল্যান্ডে যাইনি, সেহেতু ক্রিকেট বোর্ড আমাদেরকে আগেভাগে নিয়ে যাচ্ছে।’
কোনো দল না পেলে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রস্ততি ম্যাচ নিয়ে সালমা বলেন, ‘হ্যাঁ প্রস্তুতি ম্যাচ আছে হয়তোবা। যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ, করোনা একটা ইস্যু আছে, যেহেতু বাইরের কাউকে এলাও করা হচ্ছে না, সেহেতু আমরা নিজেরাই হয়তোবা প্রস্তুতিটা সেভাবেই নিব।’
নিউজিল্যান্ডের মাঠের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৪ মার্চ। ফাইনাল হবে ৩ এপ্রিল। বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ৫ মার্চ। নিজেদের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
দেশের মেয়েদের বাকি ম্যাচ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত নারী দলের বিপক্ষে ১৪, ১৮ ও ২২ মার্চ। ২৫ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল মোকাবেলা করবে অস্ট্রেলিয়ার মেয়েদের।
বাংলাদেশের বিশ্বকাপ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম ও সানজিদা আক্তার মেঘলা।