জাহানারাকে নিয়ে বাংলাদেশের নারী বিশ্বকাপ দল
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ বাছাইপর্বের মূল দলে জায়গা পাননি জাহানারা আলম। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বাদ দেয়া হয়েছিল তাকে। এ নিয়ে বিতর্ক কম হয়নি। দলের কয়েক জনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাল্টা অভিযোগ করে বোর্ডে চিঠিও দেন এ স্টার ক্রিকেটার।
সেই বিতর্ক পাশ কাটিয়ে অবশেষে জাতীয় দলে ফিরলেন জাহানারা। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। এ বছর মার্চে নিউজিল্যান্ডে বসবে মেয়েদের বৈশ্বিক এ ক্রিকেট আসর। টুর্নামেন্টের জন্য শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলেই ডাক পেয়েছেন জাহানারা।
নিউজিল্যান্ডের মাঠের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৪ মার্চ। ফাইনাল হবে ৩ এপ্রিল। বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ৫ মার্চ। নিজেদের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
দেশের মেয়েদের বাকি ম্যাচ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত নারী দলের বিপক্ষে ১৪, ১৮ ও ২২ মার্চ। ২৫ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল মোকাবেলা করবে অস্ট্রেলিয়ার মেয়েদের।
বিশ্বকাপকে সামনে রেখে আজ শনিবার, ২৯ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেটাররা।
বাংলাদেশের বিশ্বকাপ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম ও সানজিদা আক্তার মেঘলা।