তামিমের শতকে উড়ে গেল সিলেট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল

তামিম ইকবাল

শুরুতে শতক হাঁকালেন লেন্ডল সিমন্স। জবাবে সেঞ্চুরি ছিনিয়ে নিলেন তামিম ইকবালও। কিন্তু শেষ হাসিটা হাসলেন চট্টগ্রামের ছেলে তামিমই। কেনন তার জাদুকরী তিন অঙ্কের ছোঁয়াতে সিলেট সানরাইজার্সকে ৯ উইকেট উড়িয়ে দিয়েছে মিরিস্টার গ্রুপ ঢাকা। ধ্বংসাত্মক এ জয়টা এসেছে ১৮ বল হাতে রেখেই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং পিচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ঝলক দেখা সিমন্স। হাঁকান এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। ৬৫ বলে ১৫ বাউন্ডারি ও ৫ ছক্কায় খেলেন ১১৬ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস। তাতেই সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭৫ রান। ঢাকার হয়ে একটি করে উইকেট শিকার করেন মাশরাফি বিন মর্তুজা, আন্দ্রে রাসেল, এবাদত হোসেন ও কাইস আহমদ।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমে বিস্ফোরক ব্যাটিং শুরু করেন ম্যাচসেরা তামিম। ৬৪ বলে ১৭ বাউন্ডারি ও চার ছক্কায় খেলেন ১১১* রানের হার না মানা অনন্য এক ক্রিকেটীয় ইনিংস। ফলে দুই ইনিংসে দুদলই পেল সেঞ্চুরির দেখা। তামিমের ওপেনিং পার্টনার মোহাম্মদ শাহজাদ খেলেন ফিফটি। ৩৯ বলে ৭ চার ও এক ছয়ে ৫৩ রান এনে দিয়ে তবেই ফেরেন। উদ্বোধনী জুটিতেই দুজনে তুলে ফেলেন ১৭৩ রান।

পরে ১৭তম ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ঢাকাকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন তামিম। এক উইকেট হারিয়ে ঢাকা ছুঁয়ে ফেলে ১৭৭ রানের জয়ের লক্ষ্য। সিলেটের হয়ে একমাত্র উইকেটটি নেন আলাউদ্দিন বাবু।

বিজ্ঞাপন