পিএসএল মাঠে গড়ানোর আগে করাচি স্টেডিয়ামে আগুন
সব কিছু ঠিকঠাক। শেষ মুহূর্তের প্রস্তুতিও সারা। এখন বল মাঠে গড়ানোর অপেক্ষা। আগামীকাল, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর।
কিন্তু হঠাৎই পাকিস্তান থেকে উড়ে এলো খারাপ খবর। পিএসএল ভেন্যু করাচি জাতীয় স্টেডিয়ামে ঘটে গেছে আগুন লেগে যাওয়ার মতো ভয়ানক ঘটনা।
জিও নিউজ জানিয়েছে, করাচি স্টেডিয়ামে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে। তবে ধারাভাষ্যকক্ষটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাউন্ডারি সীমানার দড়িও খানিকটা আগুনে পুড়ে গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগামীকাল পাকিস্তানের ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা উঠবে করাচি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক করাচি কিংসকে মোকাবেলা করবে মুলতান সুলতানস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুদলের মাঠের লড়াই। অগ্নিকাণ্ডের এ ঘটনায় অবশ্য টুর্নামেন্ট আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়বে না।