করোনা পজিটিভ ম্যাচ রেফারি রকিবুল-আম্পায়ার সোহেল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রকিবুল হাসান

রকিবুল হাসান

বঙ্গবন্ধু বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) প্রথম পর্ব শেষ। ঢাকা পর্ব শেষে ঘরোয়া এ টি-টোয়েন্টি আসর এবার পাড়ি জমাবে চট্টগ্রামে। দ্বিতীয় পর্বে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজিগুলো ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে। তাদের সঙ্গে ম্যাচ অফিসিয়ালরাও যাচ্ছেন চট্টগ্রাম। 

তবে তার আগে করোনা টেস্টের নমুনা দিতে হয়েছে সবাইকে। সেই পরীক্ষাতেই পজিটিভ রিপোর্ট পেয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।তার সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন আম্পায়ার গাজী সোহেলও।

বিজ্ঞাপন

বিপিএলের এবারের আসর ২১ জানুয়ারি শুরু হয়ে ম্যাচ হয়েছে ৮টি ম্যাচ। তবে ঢাকা পর্বে একটি ম্যাচেও দায়িত্বে ছিলেন না ম্যাচ রেফারি আম্পায়ার রকিবুল ও গাজী সোহেল। তাদের ম্যাচ পরিচালনা করার কথা ছিল চট্টগ্রাম পর্বে। 

করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে রকিবুল বলেন, ‘চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে বিসিবি থেকে গতকাল আমাদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়েছিল। রাতে রেজাল্ট এসেছে পজিটিভ। আমার আর আম্পায়ার গাজী সোহলের ফল পজিটিভ এসেছে। ব্যাগ প্যাক করা থাকলেও যেতে পারছি না। মাত্র ডাক্তারের সঙ্গে কথা বললাম।’

বিজ্ঞাপন

রিপোর্ট পজিটিভ এলেও ভালো আছেন রকিবুল। দোয়া চেয়ে তিনি বলেন, ‘আল্লাহ্‌র রহমতে ভালো আছি। মাথা একটু ভারি হয়ে আছে। এছাড়া কোনো সমস্যা নেই আর। আমার জন্য দোয়া করবেন।’