টি-টোয়েন্টিতে আইসিসি’র বর্ষসেরা রিজওয়ান
পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে গেল বছরটা দুর্দান্ত খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। দেশকে অবিশ্বাস্য সেই পারফরম্যান্স উপহার দিয়ে জিতলেন এবার পুরস্কার। বনে গেছেন আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। এই পুরস্কার জয়ের পথে হারিয়ে দিয়েছেন ইংল্যান্ডের কিপার-ব্যাটসম্যান জস বাটলার, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার লেগ-স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
প্রথম ক্রিকেটার হিসেবে রিজওয়ান এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ২০২১ সালে ২৯ ম্যাচে সংগ্রহ করেছেন ১৩২৬ রান। ভারতকে ধসিয়ে দেয়ার দুর্বার অর্ধশতকও আছে তার থলিতে। ইনিংস প্রতি তার রানের গড় ৭৩.৬৬। আর স্ট্রাইকরেট ১৩৪.৮৯!
রিজওয়ানের বর্ষসেরার খবর দিয়ে আইসিসি জানিয়েছে, 'দারুণ ধারাবাহিকতা, অদম্য ক্রিকেটীয় স্পিরিট ও কিছু দুর্দান্ত ইনিংস — আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার ২০২১ সালে অবিস্মরণীয় একটা বছরই কাটিয়েছেন।'
অনন্য এক স্বীকৃতি পেয়ে রিজওয়ান উল্লসিত। প্রিয় জন্মভূমি পাকিস্তানের নাম উজ্জ্বল হওয়ায় তার খুশিটা যেন একটু বেশিই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক ভিডিও বার্তায় তারকা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, 'পাকিস্তানের নামটা বিশ্বের সেরা দলগুলোর মাঝে দেখতে পাওয়াটা আনন্দের। পাকিস্তান দল বিশ্বসেরাদের কাতারে দাঁড়িয়ে আছে সবার কঠোর পরিশ্রমের ফলেই।'