স্কটিশ মেয়েদের গুঁড়িয়ে দিল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের নারী ক্রিকেটাররা

বাংলাদেশের নারী ক্রিকেটাররা

কমনওয়েলথ গেমস বাছাইপর্বে এবার স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির দল জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। দুর্বার এ জয়ে কমনওয়েলথ গেমসের মূল পর্বের খুব কাছে চলে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দেশের মেয়েদের সামনে বাধা এখন শ্রীলঙ্কা। লঙ্কান নারী টিমকে আগামীকাল সোমবার, ২৪ জানুয়ারি হারাতে পারলে কমনওয়েলথ গেমসের টিকিট পাবেন সালমা খাতুনরা।

বিজ্ঞাপন

কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালো টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ১৭.৩ ওভারে মাত্র ৭৭ রানেই থেমে যায় স্কটিশদের ব্যাটিং অভিযাত্রা। 

স্কটিশদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার সারাহ ব্রাইস। সঙ্গে ক্যাটি ম্যাকগিল যোগ করেন ২২ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ইনিংসের প্রথম বলেই দলীয় শূন্য রানে ওপেনার শামীমা সুলতানাকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। 

তবে দলের ব্যাটিং লাইনআপের হাল ধরেন অন্য ওপেনার মুর্শিদা খাতুন। তাকে সঙ্গ দিয়ে যান ওয়ান ডাউনে নামা ফারজানা হক। আর পিছনে তাকাতে হয়নি। দ্বিতীয় উইকেটে দুজনের হার না মানা জুটিতে অনায়াসেই জয়ের দেখা পেয়ে যায় বাংলাদেশ। 

মুর্শিদার ফিফটিতে ১৫.২ ওভারে এক উইকেট হারিয়ে ৭৮ রান তুলে জয়ের উৎসবে মাতে দেশের মেয়েরা। ৫৫ বলে ছয় বাউন্ডারি ও এক ছক্কায় ৫০* রানের হার না মানা চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস খেলে ম্যাচসেরা হন মুর্শিদা। সঙ্গে ফারজানা হক ২০* রানে অপরাজিত থেকে যান।

ইউরোপের দলটির হয়ে একমাত্র উইকেটটি নেন ক্যাথরিন ব্রাইস।