দেশের হয়ে টি-টোয়েন্টিতে খেলতে চায় না তামিম: পাপন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল

তামিম ইকবাল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লাল-সবুজের জার্সি গায়ে আর খেলতে চান না তামিম ইকবাল। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ফেরার জন্য জোর না করতেও বোর্ড প্রধানের কাছে অনুরোধ করেছেন বাংলাদেশের সেরা এ ওপেনার।

তামিমের সঙ্গে কথোপকথন নিয়ে বিসিবি'র বোর্ড সভাপতি বলেন, 'ওর সাথে আমি কথা বলেছি। বলতে গেলে... ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত।'

বিজ্ঞাপন

পাপন একটু জোর দিয়ে বললেই টি-টোয়েন্টিতে ফিরবেন তামিম। তেমন আভাস দিয়েছেন দেশের অন্যতম সেরা এ ক্রিকেটার। তবে এমনটা হোক চান না তামিম। আর কখনো টাইগার টিমের হয়ে খেলতে চান না সাদা বলের ক্রিকেটের ছোট্ট সংস্করণে, "টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে, ‘আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না'।" 

টি-টোয়েন্টিতে খেলতে তামিমকে আর জোর করতে চান না বাংলাদেশ ক্রিকেটের প্রধান কর্তা, 'এটা বলার পর আমার মনে হয়েছে, ওকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।' 

বিজ্ঞাপন