দুঃস্বপ্নের রাতে বার্সার বিদায়, শেষ আটে রিয়াল
দুঃস্বপ্নের এক রাত কাটিয়েছে বার্সেলোনা। পাঁচ গোলের থ্রিলার ম্যাচে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে কাতালান জায়ান্ট ক্লাবটি। তবে টুর্নামেন্টের শেষ আটে ঠিকই পৌঁছে গেছে বার্সার চিরশত্রু রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে আসরের কোয়ার্টার ফাইনালে নাম লিখেছে অ্যাথলেটিক বিলবাও। ইনাকি মুনিয়াইন জোড়া গোল করেন। সঙ্গে বিলবাওকে গোল এনে দেন ইনিগো মার্তিনেজও। তবে বার্সার হয়ে গোল করেন ফেরান তোরেস ও পেদ্রি।
শেষ ষোল পর্বের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে এলচেকে। সুবাদে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কোচ কার্লো আনচেলত্তির দল। সান্টিয়াগো বার্নাব্যু শিবিরের হয়ে গোল করেন ইসকো ও ইডেন হ্যাডার্ড। এলচের হয়ে একটি গোল শোধ করেন ভেরদু।
অতিরিক্ত সময়ে দুদলই দশ জনে পরিণত হয়। রিয়ালের লাল কার্ড দেখেন মার্সেলো। আর এলচের হয়ে লাল কার্ড খান মিল্লা। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল গোল শূন্য। অতিরিক্ত সময়ে এসে দুদল গোলের দেখা পায়।