সৌম্যর পর করোনা পজিটিভ সোহান
বিপিএল মাঠে গড়ানোর আগেই খবর ছড়িয়ে পড়েছিল। টুর্নামেন্ট সংশ্লিষ্ট তিন-চার জনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তখন অবশ্য তাদের পরিচয় জানা যায়নি। টি-টোয়েন্টি এ ঘরোয়া আসরের উদ্বোধনী ম্যাচেও ক্রিকেট প্রেমীরা পেল খারাপ খবর।
সাকিব আল হাসানের বরিশালের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ হয়েছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান ও মুনিম শাহরিয়ার। সঙ্গে করোনায় পজিটিভ ধরা পড়েছেন দলটির পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম ও একজন কোচিং স্টাফ। বরিশাল দলের মিডিয়া বিভাগ খবরটি নিশ্চিত করেছে। তারা ওমিক্রনে আক্রান্ত কিনা সেটা অবশ্য জানা যায়নি।
জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে দুই দফার করোনা টেস্টে পজিটিভ হয়েছেন দুই ক্রিকেটার। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি খুলনা টাইগার্সের সৌম্য সরকার ও মিনিস্টার গ্রুপ ঢাকার লেগ স্পিনার রিশাদ হোসেন।
খেলোয়াড়দের সঙ্গে সাপোর্টিং স্টাফের বেশ কয়েকজন সদস্যও করোনা আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন বিসিবি’র ফটো সাংবাদিক রতন গোমেজও।