মালয়েশিয়াকে গুঁড়িয়ে নিগারদের শুভসূচনা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-মালয়েশিয়ার ক্রিকেট লড়াই

বাংলাদেশ-মালয়েশিয়ার ক্রিকেট লড়াই

কমনওয়েলথ গেমস বাছাইপর্বে নিজেদের শুরুটা জয়ে রাঙিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। মালয়েশিয়াকে ৮ উইকেটে ধসিয়ে দিয়েছে ক্যাপ্টেন নিগার সুলতানার দল। দাপুটে এই জয়টা এসেছে ৭২ বল হাতে রেখেই।

কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৯ রানে গুঁড়িয়ে যায় মালয়েশিয়ার মেয়েরা।

বিজ্ঞাপন

স্বাগতিকদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১২ রান তোলেন উইনিফ্রেড দুরাইসিংগাম। ক্যাপ্টেনের সঙ্গে মাস এলিসা যোগ করেন ১১ রান। বাকি ব্যাটসম্যানরা কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি। 

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ম্যাচসেরা রুমানা আহমেদ (২/৪) ও সুরাইয়া আজমিন (২/৭)।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমে শামিমা সুলতানা (২৮) ও মুর্শিদা খাতুনের (১৪) উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। 

জয় ছিনিয়ে নেয়ার বাকি কাজটা সারেন ক্যাপ্টেন নিগার সুলতানা ও ফারজানা হক। তাতেই মাত্র ৮ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ৫৩ তুলে ফেলে দেশের মেয়েরা। 

মালয়েশিয়ার হয়ে দুটি উইকেটই নেন নুর আরিয়ান্না নাটসিয়া।