বিপিএলে মাশরাফি-তামিমদের নেতৃত্বে মাহমুদউল্লাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ফ্র্যাঞ্চাইজির কোনো মালিক ছিল না। ড্রাফট থেকে ফ্র্যাঞ্চাইজিটির জন্য দল গড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজে দায়িত্ব। পরে দলটির মালিকানা খুঁজে পেয়েছে বোর্ড। বিসিবি’র কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে মিনিস্টার গ্রুপ।

মালিকের পর দলটির ক্যাপ্টেনকেও পেল ভক্ত-সমর্থকরা। বিপিএল’র অষ্টম আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার নেতৃত্বভার কাঁধে তুলে নিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালরা এবারের বিপিএলে খেলবেন তারকা এ অলরাউন্ডারের নেতৃত্বে।

বিজ্ঞাপন

আগামী ২১ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। ফাইনাল দিয়ে এবারের আসরের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি। 

বিপিএলের অষ্টম আসরের খেলা হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। ফাইনালসহ এবারের আসরে সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। সূচি বলছে, প্রায় প্রতিদিনই থাকছে দু’টি করে খেলা।

বিজ্ঞাপন

মিনিস্টার গ্রুপ ঢাকা দল: ডিরেক্ট সাইনিং - মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান) ও নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)। প্লেয়ার্স ড্রাফট থেকে দেশি খেলোয়াড় - তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান ও এবাদত হোসেন। প্লেয়ার্স ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় - মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান) ও ফজল হক ফারুকী (আফগানিস্তান)।