কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মেন্টর স্টিভ রোডস

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্টিভ রোডস

স্টিভ রোডস

প্রায় আড়াই বছর পর স্টিভ রোডস ফিরলেন বাংলাদেশে। তবে একেবারেই নীরবে। কিন্তু এবার আর টাইগারদের কোচ হিসেবে নয়। ঢাকায় এসেছেন বিপিএলের অষ্টম আসরকে সামনে রেখে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কাজ করবেন লাল-সবুজের প্রতিনিধিদের সাবেক এ প্রধান কোচ। থাকছেন পরামর্শক হিসেবে।

রোডস ঢাকায় এসেছেন ১৫ জানুয়ারি। তবে দলে তার ভূমিকা থাকবে মেন্টর হিসেবে। কুমিল্লার প্রধান কোচ হিসেবে আগে থেকেই দলে যুক্ত হয়েছেন স্থানীয় ক্রিকেট গুরু মোহাম্মদ সালাউদ্দিন। ফ্র্যাঞ্চাইটির এক সূত্র বলছে, ‘স্টিভ রোডস গত পড়শু ঢাকায় পা রেখেছেন। তিনি দলের সঙ্গে কনসাল্ট্যান্ট হিসেবে কাজ করবেন।’

বিজ্ঞাপন

২০১৮ সালের জুনে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন রোডস। তার অধীনেই দেশের ক্রিকেটাররা প্রথমবারের মতো বহুজাতিক আসরের শিরোপা ঘরে তুলে। সঙ্গে তার কোচিংয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতার কৃতিত্বও দেখিয়েছে টাইগাররা। কিন্তু ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য চাকরি হারান রোডস।