৯৭ রানেই গুটিয়ে গেছে টাইগার যুবারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট লড়াই

বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট লড়াই

ইংল্যান্ডের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নেমেছিল জুনিয়র টাইগাররা। কিন্তু তাদের পারফরম্যান্সটা ঠিক ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো হলো না। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে দেশের ছেলেরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৫.২ ওভারেই মাত্র ৯৭ রানে গুটিয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন রিপন মন্ডল। এসএম মেহরব ১৪, আইচ মোল্লা ১৩ ও নাঈমুর রহমান এনে দেন ১১ রান। বাকি ব্যাটসম্যানরা দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের হয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বল হাতে দাপট দেখিয়েছেন জোশুয়া বয়ডেন। একাই শিকার করেছেন চার উইকেট। সঙ্গে টমাস অ্যাসপিনওয়ান নেন দুটি উইকেট।