অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় দিনেই গুঁড়িয়ে গেল ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিরিজ ট্রফি নিয়ে ক্যামেরাবন্দি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

সিরিজ ট্রফি নিয়ে ক্যামেরাবন্দি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

পুরো সিরিজেই দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ টেস্টেও তার ব্যত্যয় ঘটেনি। অসাধারণ পারফরম্যান্সে হোবার্টের দিবা-রাত্রির টেস্টেও জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। দুই দিন হাতে রেখেই ইংল্যান্ডকে ১৪৬ রানে হারিয়েছে তারা। এ জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-০ তে জিতল সিরিজের আয়োজকরা। মাঝে সিডনিতে চতুর্থ টেস্ট অবশ্য ড্র করেছিল ইংল্যান্ড।

ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২৭১ রান। কিন্তু প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রীন ছোবল মারলে ১২৪ রানেই থেমে যায় ইংল্যান্ডের ব্যাটিং লড়াই। ওপেনার জ্যাক ক্রলি ৩৬ রান নিয়ে ফেরেন সাজঘরে। তার ওপেনিং সঙ্গী ররি বার্নসের ব্যাট থেকে আসে ২৬ রান। বাকি ব্যাটসম্যানরা কেউ ১১ রানের বেশি তুলতে পারেননি।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রীন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পুঁজিটা ভালোই ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। মার্ক উড একাই ছয় উইকেট শিকার করে অজিদের ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে দেন। ফলে মাত্র ১৫৫ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তার আগে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

অ্যালেক্স কেরি ৪৯ রানের দুরন্ত এক ইনিংস খেলেন। সঙ্গে স্টিভেন স্মিথ ২৭ ও ক্যামেরন গ্রীন ২৩ রান এনে দেন। মার্ক উডের সঙ্গে তিনটি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ক্যাপ্টেন প্যাট কামিন্সের দল পায় ২৭০ রানের লিড।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩০৩ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে পায় ১৮৮ রান। ম্যাচসেরা ও সিরিজসেরা দুটো পুরস্কারই জিতে নিয়েছেন ট্রাভিস হেড।