ভারতকে উড়িয়ে সিরিজ পেল প্রোটিয়ারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ম্যাচসেরা ও সিরিজসেরা কিগান পিটারসেন

ম্যাচসেরা ও সিরিজসেরা কিগান পিটারসেন

তৃতীয় দিনেই দক্ষিণ আফ্রিকা পেয়েছিল জয়ের হাতছানি। তাতেই স্বাগতিকরা বুনেছিল জয়ের স্বপ্নমালা। চতুর্থ দিনে এসে স্বপ্নটা হলো। সফরকারী ভারতকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। 

কেপটাউনের এ জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

ম্যাচসেরা ও সিরিজ সেরা কিগান পিটারসেন ১১৩ বলে ১০ বাউন্ডারি ৮২ রানের দুরন্ত এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। রসি ফন ডার ডুসেন (৪১*) ও টেম্বা বাভুমা (৩২*) ১০৫ বলে ৫৭* রানের হার না মানা পার্টনারশিপ গড়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ২১২ রানের স্কোরটা ছুঁয়ে ফেলে আফ্রিকার দলটি।

তার আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৪৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেন কিগান পিটারসেন। 

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ভারতের ২২৩ রানের জবাবে প্রোটিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১০ রানে। রিশব পান্তর সেঞ্চুরির পরও দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গেছে ১৯৮ রানে। সফরকারীরা পায় ২১১ রানের লিড।

ভারতের হয়ে একটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর ও মোহামেদ শামি।