ব্যস্ত সূচির কারণে বহাল থাকছেন কোচ ডমিঙ্গো

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কোচ রাসেল ডমিঙ্গো

কোচ রাসেল ডমিঙ্গো

বোলিং কোচ ওটিস গিবসন চলে যাচ্ছেন। আসছেন জেমি সিডন্স। তবে ব্যাটিং কোচ হিসেবে। কিছু দিন আগে গুঞ্জন পাখা মেলেছিল, ফের প্রধান কোচ হয়ে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু গুঞ্জনটা সত্যি হচ্ছে না সহসাই। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোচ হিসেবে এখন রাসেল ডমিঙ্গোর ওপরই ভরসা রাখছে।

নিউজিল্যান্ড সফর শেষ। এখন বিপিএল আয়োজনের অপেক্ষা। তারপরই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। আফগান সিরিজ শেষে টাইগাররা যাবে দক্ষিণ আফ্রিকা ট্যুরে। তবে কোচের পদে থেকে যাচ্ছেন ডমিঙ্গো। কারণ বিসিবি’র হাতে বিকল্প নেই। নেই নতুন কোনো কোচের সন্ধান।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি সিলেটে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, এখন থেকে যাচ্ছেন ডমিঙ্গো, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে আসছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে তিনি চলে আসবেন। হেড কোচ কিন্তু এখন হাতে নেই। কয়েকদিন আগে মাননীয় সভাপতিও বলেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই চালিয়ে যাব।’

কোচিং প্যানেলসহ বিসিবি’র বিভিন্ন বিভাগ ঢেলে সাজানোর কথা জানুয়ারিতে। এ বিষয়টি জালাল ইউনুস ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, উনি (বিসিবি সভাপতি) বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। আমরা সবাই মিলে, শুধু ক্রিকেট অপারেশন্সই নয়, নির্বাচকের মতো পদও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’

বিজ্ঞাপন

টানা ব্যস্ত সূচির কারণে এখন সম্ভব না হলেও পরে সময় করে পুরো কোচিং প্যানেল নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর জাতীয় দল চলে যাবে দক্ষিণ আফ্রিকা। এমন ব্যস্ত সূচির মধ্যে... এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছেন। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে... আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’