বাংলাদেশ ছেড়ে মুলতানের কোচ হচ্ছেন গিবসন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওটিস গিবসন

ওটিস গিবসন

চাকরি ছাড়ছেন বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসন। নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন সাবেক এ ক্যারিবিয়ান পেসার।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের সহকারী ও ফাস্ট বোলিং কোচ হতে যাচ্ছেন গিবসন। দলটি এক টুইট বার্তায় খবর নিশ্চিত করার পর নানা প্রশ্ন জন্ম নেয়। পরে জানা যায় টাইগারদের সঙ্গে সম্পর্ক ছেদ করছেন গিবসন। 

বিজ্ঞাপন

বিসিবি'র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গিবসনের চাকরি ছাড়ার খবর নিশ্চিত করে বলেন, 'চার-পাঁচ দিন আগে ওটিস (গিবসন) আমাদের জানিয়ে দিয়েছে, সে চুক্তি নবায়ন করছে না। আমাদের ভাবনা ছিল, সে থাকতে চাইলে তাকে রেখে দেব। তবে তার পরিকল্পনা ভিন্ন।'

সম্প্রতি টাইগার পেসারদের বোলিং পারফরম্যান্সের উন্নতিতে গিবসন দারুণ ভূমিকা রেখেছেন। পারফরম্যান্সে খুশি হয়ে তার চুক্তি নবায়ন করতে চেয়েছিল বিসিবি। কিন্তু গিবসন নতুন ঠিকানায় পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

বিজ্ঞাপন

২০২০ সালের ২১ জানুয়ারি বাংলাদেশের বোলিং কোচ হন গিবসন। তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০ জানুয়ারি।