সাদমানের পর ফিরেছেন শান্ত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

ফলো অনে নেমে নিউজিল্যান্ডের পেসারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাতে খুব একটা লাভ হচ্ছে না। বড় কোনো ইনিংস খেলতে পারছেন না কেউ। যে কারণে দাঁড়াচ্ছে না বড় কোনো জুটি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে বাংলাদেশ। ২৯০ রানে পিছিয়ে এখন লাল-সবুজের প্রতিনিধিরা। ২৯ রান করে নেইল ওয়াগনারের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ২১ রান করে কাইল জেমিসনের বলে উইকেটের পিছনে টম ব্লান্ডেলের গ্লাভসবন্দী হয়েছেন ওপেনার সাদমান ইসলাম। উইকেটে রয়েছেন এখন অভিষিক্ত ওপেনার মোহাম্মদ নাঈম (১৫* ব্যাটিং) ও মুমিনুল হক (২* ব্যাটিং)।

বিজ্ঞাপন

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হতেই দিনের খেলাও শেষ হয়ে যায়। ফলে গতকাল আর কেউ মাঠে নামেনি। তৃতীয় দিন সকালে প্রত্যাশা মাফিক অতিথি বাংলাদেশকে ফলো অনে পাঠিয়েছে ব্ল্যাক ক্যাপস শিবির। 

নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারে নিউজিল্যান্ড। কেননা রস টেলরের এটা বিদায়ী টেস্ট। ব্যাট করলে তার কাছ থেকে ভালো একটি ইনিংস আসতে পারে। তবে বাস্তবে তেমন কিছু হয়নি।