লাথামের ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে নিউজিল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডাবল সেঞ্চুরিয়ান টম লাথাম

ডাবল সেঞ্চুরিয়ান টম লাথাম

প্রথম দিন থেকেই দুরন্ত ব্যাটিং করে যাচ্ছেন টম লাথাম। ক্যারিয়ারের ১২তম টেস্ট শতক হাঁকিয়ে এগিয়ে ছিলেন ডাবল সেঞ্চুরির পথে। দ্বিতীয় দিনে এসে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতকটা ঠিকই ছুঁয়ে ফেলেছেন এ তারকা কিউই ওপেনার। সঙ্গে তার দল নিউজিল্যান্ড পৌঁছে গেছে রান পাহাড়ে।

৩৩৫ বলে ৩১ বাউন্ডারিতে ২১০ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস খেলে এখনো ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন লাথাম। ২৮ রান করে এবাদত হোসেনের বলে শরিফুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বিদায়ী টেস্ট খেলা রস টেলর। সুবাদে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৪১৫ রান। হেনরি নিকোলসকে শূন্য রানে ফিরিয়ে দিয়েছেন এবাদত হোসেন।

বিজ্ঞাপন

প্রথম দিনের দাপুটে ব্যাটিং ফর্মটা দ্বিতীয় দিনও নিয়ে আসেন ভেভন কনওয়ে। দুরন্ত ব্যাটিংয়ে টেস্টে তৃতীয় শতক হাঁকান ওয়ানডাউনে নামা তারকা এ ব্যাটসম্যান। তবে খুব বেশি দূর আগাতে পারেননি। 

১৬৬ বলে ১২ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০৯ রান নিয়ে সাজঘরে ফিরে গেছেন টপ অর্ডার ব্যাটসম্যান কনওয়ে। তাকে রান আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। তার আগে এবাদত হোসেনের ওভারে দ্বিতীয় দিনের প্রথম বলেই চার মেরে জাদুকরী তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন কনওয়ে। 

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে এক উইকেটে ৩৪৯ রান নিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। টম লাথাম দিনের খেলা শুরু করেন ১৮৬ রান নিয়ে। আর কনওয়ে ব্যাটিংয়ে নামেন ৯৯ রান নিয়ে।