শেষের রোমাঞ্চে হার এড়াল ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অজিদের হতাশ করে ম্যাচ বাঁচিয়ে একে অন্যকে জড়িয়ে ধরেন স্টুয়ার্ড ব্রড ও জেমস অ্যান্ডারসন

অজিদের হতাশ করে ম্যাচ বাঁচিয়ে একে অন্যকে জড়িয়ে ধরেন স্টুয়ার্ড ব্রড ও জেমস অ্যান্ডারসন

জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ছিল ৩৮৮ রানের হিমালয় সময় লক্ষ্য। সে আবার চতুর্থ ইনিংসে। সিডনি টেস্টের পঞ্চম ও শেষ দিনে। যেটা ছোঁয়া অতিথিদের জন্য ছিল অসম্ভব। জয় হয়তো আসেনি। শেষ দিকে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। যেভাবে লড়াই করে ম্যাচ বাঁচিয়েছে ইংলিশ শিবির তাতে ড্র প্রাপ্তির আনন্দটা জয়ের চেয়ে কোনো অংশে কম নয়।

তবে স্নায়ু চাপের ভরা চতুর্থ টেস্টে জয়ের পাল্লাটা অস্ট্রেলিয়ার দিকেই ঝুঁকে ছিল। শেষ দুই ওভারে জেতার জন্য স্বাগতিকদের দরকার ছিল একটি মাত্র উইকেট। ক্রিজে ছিলেন স্ট্রয়ার্ড ব্রড ও জেমস অ্যান্ডারসন। নাথান লায়ন ও স্টিভেন স্মিথ মিলে দুই পেসারের কাউকেই ঘায়েল করতে পারেননি।

বিজ্ঞাপন

শেষে ৯ উইকেটে ২৭০ রানে দ্বিতীয় ইনিংসের রোমাঞ্চকর অভিযাত্রা শেষ করে ম্যাচ ড্র করে ফেলে ক্যাপ্টেন জো রুটের দল। সুবাদে অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা থেকে বাঁচল সফরকারীরা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম তিন টেস্ট হেরে সিরিজ অবশ্য আগেই হাতছাড়া করেছে ইংল্যান্ড। চার টেস্ট শেষে সিরিজে এখন ৩-০ তে এগিয়ে রইল অস্ট্রেলিয়া।

ওপেনার জ্যাক ক্রলি (৭৭) ও বেন স্টোকসের (৬০) ফিফটির পরও হারের পথেই ছিল ইংল্যান্ড। জনি বেয়ারস্টোর ৪১ রান এনে দিলেও পরাজয় ঠেকানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। শেষে অ্যান্ডারসন ও ব্রডের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় নাটকীয়ভাবে হার এড়ায় ইংল্যান্ড।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন স্কট বোল্যান্ড। দুটি করে উইকেট পান প্যাট কামিন্স ও নাথান লায়ন। ম্যাচ সেরা হন উসমান খাজা।

অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৪১৬ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করলে জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৯৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৬৫ রান তুললে ৩৮৭ রানের চ্যালেঞ্জিং লিড গড়ে অজিরা। কিন্তু তাতেও ধরা দেয়নি জয়।