দুটি ওভার থ্রো, ৭ রান, বাজে ক্রিকেট: গিবসন
বাংলাদেশের ফিল্ডারদের ভুলে এক বল থেকেই ৭ রান পেয়েছে নিউজিল্যান্ড! অবিশ্বাস্য হলেও সত্য। ক্রাইস্টচার্চের বেল ওভালের দ্বিতীয় টেস্টের প্রথম দিন অথচ সেই বল থেকে উইকেট পেতে পারত টাইগাররা। উইল ইয়াং’র ক্যাচ বা রান আউটের সুযোগ ছিল। দেশের ক্রিকেটারদের এমন কাণ্ডজ্ঞানহীন ভুলকে বাজে ক্রিকেট বলছেন ওটিস গিবসন।
কিউইদের দলীয় স্কোর তখন ৯২। এবাদত হোসেনের বল উইল ইয়ংয়ের ব্যাট স্পর্শ করে বল চলে যায় প্রথম স্লিপে। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো লিটন দাস বল তালুবন্দী করতে পারেননি। বল এবার চলে যায় ফাইন লেগে। এই সুযোগে তিন রান নিয়ে নেন উইল ইয়ং ও টম লাথাম।
বল ধরে বোলিং প্রান্তে ছুঁড়ে মারেন উইকেরক্ষ নুরুল হাসান সোহান। সে বল এবার ধরতে পারেননি ফিল্ডার। হয়ে যায় বাউন্ডারি। সুবাদে বাড়তি ৭ রান পেয়ে যায় ব্ল্যাক ক্যাপস শিবির।
দেশের ক্রিকেটারদের এমন ফিল্ডিংকে বাজে ক্রিকেট বলে অ্যাখ্যায়িত করে গিবসন বলেন, ‘আমি টেস্ট জয়ের সঙ্গে ফিল্ডিংয়ে যোগসূত্র খুঁজতে চাই না। টেস্ট জয়টা আমরা গত সপ্তাহে সত্যিই উদযাপন করেছি এরপর সামনে তাকানোর চেষ্টা করেছি এবং এই সপ্তাহের জন্য নিজেদের প্রস্তুত করার চেষ্টা করেছি। ওটা ছিল (ওভারথ্রো) আমাদের দিক থেকে বাজে ক্রিকেট, দুটি ওভারথ্রোই।’