টি-টোয়েন্টিতে যোগ হচ্ছে নতুন শাস্তি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইসিসি

আইসিসি

টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের জন্য নতুন শাস্তি যোগ করেছে আইসিসি। নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারলে সাধারণত দলগুলো শাস্তি পেত ম্যাচ শেষে। এবার খেলার মাঝেই নতুন শাস্তি পাবে তারা।

ইনিংস শুরুর আগে নির্দিষ্ট সময় ধরিয়ে দেয়া হবে বল হাতে মাঠে নামা দলকে। ওই সময়ের মধ্যেই শেষ ওভার শুরু করতে না পারলে শাস্তি পাবে ওই দল। ইনিংসের বাকি সময় ত্রিশ গজ বৃত্তের বাইরে চারজন ফিল্ডার রাখতে পারবেন তারা। সাধারণত বৃত্তের বাইরে পাঁচ ফিল্ডার থাকার কথা। সে হিসেবে বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে পারবেন শাস্তি পাওয়া দলটি।

বিজ্ঞাপন

এই নিয়মটা প্রথম চালু হয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজিত দ্য হান্ড্রেড টুর্নামেন্টে। নিয়মটা বেশ কার্যকর হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটেও সেটা চালু করল ক্রিকেট দুনিয়ার সর্বোচ্চ সংস্থা।

ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে চলতি মাসেই এই নতুন নিয়ম প্রয়োগ চালু হবে। তবে আগের জরিমানার নিয়মও থাকবে।

বিজ্ঞাপন