বিসিএলের তৃতীয় শিরোপা জিতল মধ্যাঞ্চল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ক্যামেরাবন্দি মধ্যাঞ্চলের ক্রিকেটাররা

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ক্যামেরাবন্দি মধ্যাঞ্চলের ক্রিকেটাররা

মধ্যাঞ্চলের জয়ের লক্ষ্য ছিল ২১৮। কিন্তু লক্ষ্যটা তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। 

পঞ্চম ও শেষ দিনের সকালেও দুরন্ত বোলিং করতে থাকে দক্ষিণাঞ্চল। ফলে ৬৮ রান তুলতেই খুইয়ে ফেলে ৬ উইকেট। পরে ঘুরে দাঁড়ায় দলটি। শুভাগত হোম সেঞ্চুরি হাঁকালে ৪ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে মধ্যাঞ্চল। দুরন্ত এ জয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতে নিয়েছে তারা। এ নিয়ে টুর্নামেন্টের তৃতীয় শিরোপা ঘরে তুললো মধ্যাঞ্চল। 

বিজ্ঞাপন

শুভাগত হোম ১২১ বলে ১৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১৪* রানের হার না মানা অসাধারণ এক ইনিংস খেলেন। ৪১* রানে অপরাজিত থেকে যান জাকের আলী। ৩৭ রান যোগ করেন সালমান হোসেন। ত্রয়ীদের দাপুটে ব্যাটিংয়ের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যটা টপকে ২২১ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায় মধ্যাঞ্চল। 

দক্ষিণাঞ্চলের হয়ে দুটি করে উইকেট নেন মেহেদী হাসান রানা ও নাসুম আহমেদ। একটি করে উইকেট পান ফরহাদ রেজা ও কামরুল ইসলাম। 

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ৩৮৭/১০ ও দ্বিতীয় ইনিংস: ২৬৮/১০, ৭৫.৫ ওভার (পিনাক ২৭, অমিত ৪১, মেহেদী ২৪, নাসুম ৪১ ও রিশাদ ৯৯; আবু হায়দার ৫/৭৮)। 

মধ্যাঞ্চল প্রথম ইনিংস: ৪৩৮/১০ ও দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ২১৮) ২২১/৬, ৬৩.৫ ওভার (সালমান ৩৭, শুভাগত ১১৪* ও জাকের ৪১*; মেহেদী রানা ২/৫০ ও নাসুম ২/৪৩) 

ফল: মধ্যাঞ্চল ৪ উইকেটে জয়ী। 

ম্যাচ সেরা: শুভাগত হোম চৌধুরী। 

সিরিজ সেরা: মোহাম্মদ মিঠুন ও জাকির হাসান।