ঐতিহাসিক জয়ের বোনাস পাবেন টাইগাররা
আগে বড় কোনো সাফল্য ছিনিয়ে নিতে পারলে ক্রিকেটারদের হাতে উঠতো বিশেষ পুরস্কার। বিসিবি থেকে মিলতো বোনাস। তবে এই প্রক্রিয়া অবশ্য অনেক দিন ধরেই বন্ধ রয়েছে। এবার ফের চালু হতে পারে সেই পুরস্কারের রীতি। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক ম্যাচ জয়ের পর বাংলাদেশ টিম বিসিবি'র কাছে পুরস্কার চেয়েছে এবার।
কিউইদের ৮ উইকেটে হারিয়ে ২১ বছরের জয় খরা কাটিয়েছে টাইগাররা। দাপুটে এ জয়ের জন্য বিসিবি থেকে নির্ধারিত উইনিং বোনাস তো পাবেনই মুমিনুল হকরা। সঙ্গে ক্রিকেটাররা পেতে পারেন বাড়তি পুরস্কারও।
ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের মাননীয় সভাপতি সাহেব ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন, সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই, উইনিং বোনাস তারা পাবে।’
বাড়তি পুরস্কার দেয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে বোর্ড। জালাল ইউনুস দিলেন তার আভাস, ‘দিস ইজ ন্যাচেরাল, খেললে স্বাভাবিকভাবে তারা উইনিং বোনাস পাবে। টেস্ট ম্যাচে বোনাস থাকবে। অতিরিক্ত কোনো বোনাস থাকবে কী না সেটা আমরা সিরিজটা শেষে আলাপ-আলোচনা করব।'