নিউজিল্যান্ড জয় দেশের ক্রিকেটের শ্রেষ্ঠ প্রাপ্তি: মুমিনুল
আগুনে পারফরম্যান্সে ইতিহাস গড়ল টাইগাররা। ব্যাটে-বলে দুরন্ত লাল-সবুজের প্রতিনিধিরা টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাটিতে জিতল ৮ উইকেটের বড় ব্যবধানে। ক্যাপ্টেন মুমিনুলের দৃষ্টিতে এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ প্রাপ্তি।
এই জয়ই কি দেশের ক্রিকেটের সেরা অর্জন? ঐতিহাসিক টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে ব্যাপারটা মেনেও নিলেন মুমিনুল, ‘আমার কাছে তা-ই মনে হয় (শ্রেষ্ঠ অর্জন)। আপনার সঙ্গে আমি একমত। পরিস্থিতি যেমন ছিল সেই অবস্থা থেকে মনে করি এটা অনেক (বড়)। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে এটা অনেক বড় অর্জন আমার মনে হয়।’
শুধু জয়ই নয়। টাইগারদের প্রাপ্তির খাতা আরও অনেক বড়। অনেকটা সময় বিরতি দিয়ে দেশের পেসাররা নিজেদের মেলে ধরেছেন। তা আবার আন্তর্জাতিক অঙ্গনে মাঠের লড়াইয়ে। জয়ের নায়ক এবাদত হোসেনসহ তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরাও বল হাতে ঝড় তুলে দলের জয়ে রেখেছেন অবদান। টাইগারদের পেস বিভাগের ভালো করার নেপথ্যে গণমাধ্যমেরও রয়েছে ভূমিকা।
তাই তো সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি মুমিনুল, ‘আমার মনে হয় এই আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। এই কারণে বলছি, আমরা যখন পেস বোলার খেলাতাম না তখন আপনারা অনেক বেশি প্রশ্ন করতেন, কেন খেলান না। দেশের বাইরে খেলাতাম, দেশে খেলাতাম না তখন প্রশ্ন করতেন কেন দেশে খেলান না। তো দেশের ভেতরে খেলতে খেলতে পেস বোলাররা অনেক বেশি পরিপক্ক হয়েছে। এটা আপনাদেরও সাধুবাদ দেওয়া উচিত।’
পেসারদের কাছে দুরন্ত কিছু প্রত্যাশা করলে তাদেরকে সময় দেয়ার পক্ষে মত দিলেন মুমিনুল, ‘আপনারা সারাদিন আমাকে পুশ করতেন কেন পেস বোলার খেলান না দেশে-দেশের বাইরে। এটা ছিল কমন প্রশ্ন। টেস্ট বোলাররা যত ম্যাচ খেলবে অনেক পরিপক্ব হবে।’