ভলিবল ছেড়ে চ্যাম্পিয়ন পেসার এবাদত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এবাদত হোসেন

এবাদত হোসেন

ঘরের মাঠে টানা ১৭ ম্যাচ অজেয় থাকার পর অবশেষে হার মানল নিউজিল্যান্ড। ব্যাটে-বলে দুরন্ত লাল-সবুজের প্রতিনিধিরা টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাটিতে জিতল ৮ উইকেটের বড় ব্যবধানে। এ নিয়ে বিদেশের মাটিতে ছয়টি টেস্ট জিতল বাংলাদেশ। 

এসব পরিসংখ্যান ও মাইলফলককে ছাপিয়ে গেছে টানা পাঁচ দিন ক্রিকেট পরাশক্তি নিউজিল্যান্ডকে শাসন করে টাইগারদের জয়ের কৃতিত্বটা। 

বিজ্ঞাপন

যেখানে জয়ের নায়ক এবাদত হোসেন। তার বোলিং ফিগার ৬/৪৬। আট বছরের বেশি সময় পর বাংলাদেশের কোনো ফাস্ট বোলার ইনিংস ছয় উইকেটের দেখা পেলেন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে দলের জয়ে অগ্রণী ভূমিকা রেখে এবাদত হলেন ম্যাচসেরা।

জয়টা টাইগাররা ছিনিয়ে নিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের সামনে দৃষ্টান্ত সৃষ্টি করতে। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে এবাদত বলেন, 'প্রথমে ধন্যবাদ জানাতে চাই আল্লাহকে। দ্বিতীয়ত নিউজিল্যান্ডের মাটিতে আমাদের দল ২১ বছর ধরে কোনো ম্যাচ জেতেনি। এবার একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম। নিজেদের হাত তুলেছি, আর বলেছি তারা টেস্ট চ্যাম্পিয়ন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের হারানোর উদাহরণ রেখে যেতে হবে।'

বিজ্ঞাপন

বোলিং কোচ ওটিস গিবসনের প্রতি কৃতজ্ঞ জানিয়ে এবাদত বলেন, 'গত দুই বছরে ওটিস গিবসনের সঙ্গে আমি কাজ করেছি। ঘরের মাঠে কন্ডিশন সবসময় ফ্ল্যাট থাকে। আমরা এখনো বাইরে কীভাবে বল ও রিভার্স করতে হয় সেটা শিখছি। আমার সাফল্যের জন্য কিছুটা ধৈর্য ধরতে হয়েছে।'

ভলিবল ছেড়ে নিউজিল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন ক্রিকেটার বনে গেছেন এবাদত। বিমানবাহিনীর এ সদস্য বলেন, 'আমি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সদস্য জানি কীভাবে স্যালুট দিতে হয়। আর ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা অনেক লম্বা। আমি ক্রিকেটটা উপভোগ করছি। বাংলাদেশ ও বিমানবাহিনীর প্রতিনিধিত্ব করাও।'