নিউজিল্যান্ড ১৬৯ অলআউট, ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৪০ রান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এবাদত হোসেন

এবাদত হোসেন

এবাদত হোসেনের সঙ্গে বোলিংয়ে ঝড় তুলেছেন তাসকিন আহমেদ। দুজনের বোলিং দাপটে পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।

কিউইদের লিড দাঁড়িয়েছে মাত্র ৩৯ রান। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের ইতিহাস গড়তে টাইগারদের দ্বিতীয় ইনিংসে দরকার শুধু ৪০ রান। 

বিজ্ঞাপন

এবাদত হোসেন একাই শিকার করেছেন ৬ উইকেট। তাসকিন উইকেট পেয়েছেন তিনটি।

দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ১৪৭ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আজ দলীয় স্কোরে যোগ করে তারা মাত্র ২২ রান। রস টেলর নিজের ৩৭ রানের সঙ্গে যোগ করেন মাত্র তিন রান। 

বিজ্ঞাপন