জেতার জন্য লড়বেন এবাদত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্যালুট দিচ্ছেন এবাদত হোসেন

স্যালুট দিচ্ছেন এবাদত হোসেন

নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। এবার সেই জয় খরা কাটানোর সুবর্ণ হাতছানি টাইগারদের সামনে। টেস্টে ঐতিহাসিক জয়ের খুব কাছে দেশের ক্রিকেটাররা। 

প্রথম টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেট শিকার করে জয়ের সুবাস ছড়িয়ে এবাদত হোসেন জানান, দলকে জেতাতে চান তিনি। এজন্য লড়াই করতে প্রস্তুত তারকা এ পেসার। 

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড থেকে ভিডিও বার্তায় এবাদত বলেন, ‘দেশে ও দেশের বাইরে দুই কন্ডিশনেই আমি খেলেছি। দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং সহায়ক থাকে, ফ্লাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি কিভাবে উইকেট বের করা যায়। বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘণ্টা সহায়ক থাকে। তারপর কিছুটা ফ্লাট হয়ে যায়। আমরা এখনো শিখছি কিভাবে দুই জায়গায় বল করা যায়। বল পুরোনো হলে কিভাবে রিভার্স করা যায়। আমরা এখনো শিখছি। আমরা চেষ্টা করব আগামীকাল দেশকে জেতাতে লড়বো।’

এবাদতের চোখে কেবল জয়ের স্বপ্ন, ‘আমরা চেষ্টা করছি। আমাদের সতীর্থরা ও সাপোর্ট স্টাফটা সবাই খুব সাহায্য করেছে। নিউজিল্যান্ডে আমাদের আগের ম্যাচগুলোতে এতো ভালো করতে পারিনি। এই দলটাই চাচ্ছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের জন্য ভালো কিছু করতে। কিন্তু কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই এটা যে বিদেশের মাটিতে জেতা শুরু করব।’

বিজ্ঞাপন