মিরাজের ফিফটি মিস, টাইগারদের লিড ১৩০
দুরন্ত ব্যাটিংয়ের পসরা সাজালেন মেহেদী হাসান। পেলেন রানের দেখা। তবে আক্ষেপ শব্দটা সঙ্গী হলো তারও। চতুর্থ দিনে এসে তারকা এ অলরাউন্ডার মিস করলেন ফিফটি। তিন রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন তিনি সাজঘরে।
মিরাজের দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪৫৮ রানে। চতুর্থ দিনে শেষ চার উইকেট হারিয়ে ৫৭ রান যোগ করেন সফরকারীরা। এতেই টাইগাররা পেয়ে গেছে ১৩০ রানের লিড।
প্রথম টেস্টে আক্ষেপ শব্দটা যেন লাল-সবুজের প্রতিনিধিদের পিছু নিয়ে বেশ ভালোভাবে। দ্বিতীয় দিন শতক মিস করেন নাজমুল হোসেন শান্ত (৬৪)। তৃতীয় দিনে সেঞ্চুরি থেকে বঞ্চিত হন মাহমুদুল হাসান জয় (৭৮), মুমিনুল হক (৮৮) ও লিটন দাস (৮৬)। এবার অর্ধ-শতক মিস করলেন মিরাজ।
মিরাজ ৪৭ রানের চমৎকার ইনিংস খেলে ফেরেন টিম সাউদি বলে উইকেটের পিছনে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে। নিজের দাপুটে ইনিংসটি সাজান তিনি ৮৮ বলে ৮ বাউন্ডারিতে। মিরাজকে সঙ্গ দিয়ে ইয়াসির আলী ফেরেন ২৬ রান নিয়ে। লোয়ার অর্ডারের বাকি তিন ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
ট্রেন্ট বোল্ট একাই শিকার করেছেন চার উইকেট। তিনটি উইকেট নেন নেইল ওয়াগনার। আর টিম সাউদি দুটি ও কাইল জেমিসন একটি উইকেট পান।
তার আগে মাউন্ট মাউঙ্গানুইয়ে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪০১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে টাইগাররা। মিরাজ ২০ ও ইয়াসির ১১ রান নিয়ে শুরু করেন দিনের খেলা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। শুরুতে কিউইদের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার পেসে ১৪ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন টম লাথাম। স্বাগতিকরা এখন ৯০ রানে পিছিয়ে।