রান না করে বেশি বেশি বল খেলেছি: জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদুল হাসান জয়

মাহমুদুল হাসান জয়

নিউজিল্যান্ডের মাটিতে দাপুটে ব্যাটিং করে যাচ্ছেন টাইগাররা। প্রথম টেস্টের তৃতীয় দিন তিন তিন জন ব্যাটসম্যান সেঞ্চুরির আভাস দিয়েও আক্ষেপ নিয়ে ফিরেছেন। পুরো দলের ব্যাটিং ভালো করার নেপথ্যে কাজ করেছেন মাহমুদুল হাসান জয় (৭৮)। তরুণ এ ওপেনারের দেখানো পথে হেঁটে অর্ধ-শতক হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক ও লিটন দাস।

নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় জয় জানালেন তার সাফল্যের রহস্য। কিউই বোলারদের না দেখে বল দেখে খেলেছেন। রান তোলার চেষ্টা না করে টিকে থাকার চেষ্টা করে সফল হয়েছেন।

বিজ্ঞাপন

কিউই পেসারদের মোকাবেলা করা নিয়ে জয় বলেন, ‘নিউজিল্যান্ড দলের পেস বোলিং আক্রমণ বিশ্বসেরা। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল। আমি এক্ষেত্রে আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। ওদের বোলারদের নাম না দেখে বল দেখে খেলার চেষ্টা করেছি।’

বেশি বল খেলার চেষ্টার কথাই জানান ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা এ তরুণ ব্যাটসম্যান, ‘আমার পরিকল্পনা ছিল রানের দিকে না গিয়ে বেশি বেশি বল খেলা। আমি বেশি বল খেলতে পারলে রান এমনিতেই আসবে। আমার সঙ্গী যারা ছিল, সাদমান ভাই, শান্ত ভাই, মুমিনুল ভাই– সবাই একই কথা বলেছে। এটাই ছিল উইকেটে শান্ত থাকার কারণ।’

বিজ্ঞাপন

ওপেনিংয়ে নেমে ৭৮ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলেন জয়। এজন্য খরচ করেন তিনি ২৮৮টি বল। জয় জানান, এমন দাপুটে ব্যাটিং পারফরম্যান্স এসেছে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কারণে। যেখানে ৬৬ রান করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিলেন।

প্রস্ততি ম্যাচ নিয়ে জয় বলেন, ‘মূল ম্যাচের আগে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছি, সেটা অনেক কাজে দিয়েছে। সেখানে আমি খেলার সুযোগ পাই এবং মোটামুটি ভালোই করি। সেখান থেকেই আমি আত্মবিশ্বাস পাই যেটা মূল ম্যাচে মোটামুটি পারফর্ম করতে সাহায্য করেছে। দলের অভিজ্ঞ ক্রিকেটার কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি। আমি যে নতুন দলে এসেছি সেই চাপটা আমি অনুভব করিনি। টিম ম্যানেজমেন্টের সবাই আমাকে সাহায্য করেছেন।’