টেস্ট জয়ের স্বপ্ন বুনেছেন সুজন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন

নিউজিল্যান্ডের মাটিতে ৩২ ম্যাচ খেলে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। আর আগের নয় টেস্টে তো রীতিমত নাকাল হয়ে ফিরেছে টাইগাররা। এবার সেই জয় খরা কাটানোর সুবর্ণ হাতছানি। ব্যাটে-বলের দুরন্ত ছন্দে প্রথম টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।আজ সোমবার, ৩ জানুয়ারি তৃতীয় দিনের খেলা শেষে খালেদ মাহমুদ সুজন জানান, ম্যাচটি তারা জিততে চান। সেটা সম্ভব না হলেও অন্তত ড্র করতে চান।

ম্যাচ জয়ের স্বপ্নে বিভোর সুজন বলেন, ‘আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।’

বিজ্ঞাপন

আগামীকাল ম্যাচের চতুর্থ দিনের রণ কৌশল নিয়ে সুজন বলেন, ‘এটা অন্যতম সেরা দিন। হ্যাঁ চ্যালেঞ্জিং, তবে প্রক্রিয়াটা দারুণ ছিল। দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ছেলেরা সত্যিই দারুণ করেছে। কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে, এখন ৭৩ রান লিড আছে। আরও ৭০ রানের মতো লিড পেলে দেড়শ রানের মতো লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব। অন্তত ১৪০-১৫০ নিতে পারলে বিরাট ব্যাপার হবে।’

অতীত মনে করিয়ে তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাতে টিম ডিরেক্টর সুজন বলেন, ‘আমরা এখানে দশটা ম্যাচ খেলেছি। একবার ৫৯৫ করে ইনিংস ঘোষণা করেও হেরেছিলাম। আমি বলেছিলাম বারবার তো হারতে পারি না। একটা গ্রুপকে তো ভালো করতে হবে। এই গ্রুপটাই করতে পারে। প্রক্রিয়া যেন ঠিক থাকে, সাহস নিয়ে খেলতে পারি। এমন কোনো জুজু নেই যে পারব না। আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা পারব। এই মোটিভেশনই দেওয়ার চেষ্টা করেছি।'

বিজ্ঞাপন