আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে হাফিজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ হাফিজ

মোহাম্মদ হাফিজ

বয়স ৪১ পেরিয়ে গেছে সেই কবে। তবু চির সবুজ তারুণ্য নিয়ে যেন পাকিস্তানের জার্সি গায়ে খেলে যাচ্ছিলেন মোহাম্মদ হাফিজ। অবশেষে আন্তর্জাতিক অঙ্গনে থামল এ বর্ষীয়ান ক্রিকেটারের পদচারণা।

আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেন দিলেন হাফিজ। না বলে দিলেন নিজের ১৮ বছরের দীর্ঘ বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারকে। আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাবেন। 

বিজ্ঞাপন

ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ করতে হাফিজ টেস্ট থেকে অবসর নেন ২০১৮ সালে। পরে খেলতে থাকেন ওয়ানডে আর টি-টোয়েন্টিতে। এবার সেই রোমাঞ্চকর অভিযাত্রা থেকে সরে দাঁড়ালেন। 

২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় হাফিজের।

বিজ্ঞাপন

ক্যারিয়ারে ৫৫ টেস্টের সঙ্গে ১১৯টি টি-টোয়েন্টি খেলেন হাফিজ। একদিনের ক্রিকেটে খেলেন ২১৮টি ওয়ানডে। তিন সংস্করণ মিলিয়ে পাকিস্তানের এ তারকা ক্রিকেটার সংগ্রহ করেন ১২৭৮০ রান।