জয়ের শতক মিস, ফিরলেন মুশফিকও
ব্যাটিং ঝলক দেখিয়ে যাচ্ছিলেন মাহমুদুল হাসান জয়। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে তৃতীয় দিনে খুব একটা এগোতে পারলেন না। পেলেন না সেঞ্চুরিও। ১৭ বল খেলে যোগ করলেন মাত্র ৮ রান।
ব্যক্তিগত ৭৮ রানেই ফিরতে হয়েছে আগের দিন ব্যাটিং দাপট দেখানো জয়কে। ২২৮ বলে ৭ বাউন্ডারিতে অসাধারণ এক ধৈর্যশীল ইনিংস খেলেন এ তরুণ তুর্কি।
অন্য দিকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ছোবলটা বসিয়েছেন নেইল ওয়াগনার। জয়কে হেনরি নিকোলসের তালুবন্দী করেন। আর ট্রেন্ট বোল্ট ফিরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিমকে (১২)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের পুঁজি দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৫১ রান। লাল-সবুজের প্রতিনিধিরা এখন ৭৭ রানে পিছিয়ে।
ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন মুমিনুল হক (৩১ ব্যাটিং)। ক্যাপ্টেনকে সঙ্গ দিচ্ছেন লিটন (২৮ ব্যাটিং)। নিউজিল্যান্ডের হয়ে নেইল ওয়াগনার নেন তিন উইকেট। বাকি উইকেটটি পান ট্রেন্ট বোল্ট।
তার আগে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অতিথিরা। ব্যক্তিগত ৭০ রান নিয়ে দিন শুরু করেন জয়। মুমিনুল খেলতে থাকেন ব্যক্তিগত ৮ রান নিয়ে।