করোনা আক্রান্ত গ্লেন ম্যাকগ্রা
নতুন বছরের প্রথম টেস্ট মানেই গ্লেন ম্যাকগ্রার কাছে বিশেষ কিছু। ঘরের মাঠের এই টেস্টের জন্যই সারা বছর ধরে চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন অস্ট্রেলিয়ার সাবেক এ পেস কিংবদন্তি। এই ম্যাচে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের সহায়তা করতে তহবিল সংগ্রহে নামেন তিনি।
২০২২ সালে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট মাঠে গড়াচ্ছে সিডনিতে। ৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের আগে খারাপ খবর পেয়েছেন গ্লেন ম্যাকগ্রা। তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
এখন আইসোলেশনে রয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভালো আছেন ম্যাকগ্রা। ধারণা করা হচ্ছে, টেস্টের তৃতীয় দিন ‘জেন ম্যাকগ্রা ডে’ তে উপস্থিত থাকতে পারবেন ম্যাকগ্রা। আগেই হয়তো নেগেটিভ রিপোর্ট পেয়ে যাবেন তিনি।
সোমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা পাবেন ব্যাগি পিঙ্ক ক্যাপ। এ সময় ভার্চুয়ালি মাঠে থাকবেন ম্যাকগ্রা।