টাইগারদের স্পিন দাপট, নিউজিল্যান্ড থামল ৩২৮ রানে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেদী হাসান মিরাজের উইকেট উদযাপন

মেহেদী হাসান মিরাজের উইকেট উদযাপন

প্রথম দিনের শেষ বেলায় বোলিংয়ে ছন্দ ফিরে পেয়েছিল দেশের ছেলেরা। দ্বিতীয় দিনের শুরুতেও সেই দুরন্ত বোলিংয়ের ধারাটা ধরে রাখে টাইগাররা। তাতেই মধ্যাহ্নভোজ বিরতির আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমে গেছে ৩২৮ রানে।

প্রথম দিন দাপট দেখিয়েছেন পেসাররা। দ্বিতীয় দিনে বল হাতে প্রতাপ দেখালেন স্পিনাররা। মেহেদী হাসান মিরাজ স্পিন জাদুতে কিউইদের লোয়ার অর্ডার দ্রুত গুটিয়ে দেন। আর সেঞ্চুরির আভাস দেয়া নিকোলসকে বিদায় করেন মুমিনুল। সকালের সেশনে নিউজিল্যান্ড বাকি পাঁচ উইকেট হারিয়ে যোগ মাত্র ৭০ রান। 

বিজ্ঞাপন

পেসার শরিফুল ইসলাম দিনের শুরুতে রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে উইকেট পতনের শুরুটা করেন। বাকি কাজটা সারেন মিরাজ ও মুমিনুল। 

ক্রিজের এক প্রান্ত আগলে ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে গেছেন হেনরি নিকোলস। দুরন্ত এক ফিফটি হাঁকিয়েছেন তিনি। ১২৭ বলে ১২ বাউন্ডারিতে খেলেন ৭৫ রানের দারুণ এক ইনিংস।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দুটি উইকেট নেন মুমিনুল হক। একটি উইকেট পান এবাদত হোসেন।

ডেভন কনওয়ের সেঞ্চুরি ও উইল ইয়াংর ফিফটিতে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৫৮ রান দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। আজ দ্বিতীয় দিনে ব্যক্তিগত স্কোরে ৪৩ রান যোগ করেন তিনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করত নেমে এক উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ২২ রান নিয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার সাদমান ইসলাম। এখনো ২৮৫ রানে পিছিয়ে টাইগাররা।