রোহিতের অনুপস্থিতিতে ওয়ানডের নেতৃত্ব রাহুলের কাঁধে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লোকেশ রাহুল

লোকেশ রাহুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নেই রোহিত শর্মা। লাল-বলের সিরিজের পর এক দিনের সিরিজেও খেলবেন না ভারতের তারকা এ ওপেনার। ইনজুরির কারণে এখনো দর্শক হয়ে বসে আছেন তিনি মাঠের বাইরে। ভারতের সাদা বলের অধিনায়ক রোহিতের অনুপস্থিতিতে দেশের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

দীর্ঘ সাড়ে চার বছর পর ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৩৫ বছর বয়সী তারকা এ ক্রিকেটার সবশেষ ওয়ানডে খেলেন ২০১৭ সালে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে চার বছরের বেশি সময় পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণেও ফেরেন তিনি।

বিজ্ঞাপন

রাহুলের সঙ্গে দলে ফিরেছেন বিরাট কোহলি, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজরা। বুমরাহকে করা হয়েছে লোকেশ রাহুলের সহ-অধিনায়ক। আর প্রথমবারের মতো একদিনের দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ভেঙ্কাটেশ আইয়ার।

আগামী ১৯ জানুয়ারি পার্লে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে বাকি দুটি ম্যাচ হবে ২১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি।

বিজ্ঞাপন

ভারতের ওয়ানডে দল: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস, আইয়ার, ভেঙ্কাটেশ আইয়ার, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।