খুশি হয়েও পেসার শরিফুলের অতুষ্টি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তরুণ পেসার শরিফুল ইসলাম

তরুণ পেসার শরিফুল ইসলাম

মধ্যাহ্নভোজ বিরতির আগে ও পরে প্রথম দুই সেশনে বাংলাদেশ উইকেট নিয়েছিল মাত্র দুটি। কিন্তু শেষ দিকে বোলিং ছন্দে ফিরে অতিথিরা। চা বিরতির পর দিনের তৃতীয় ও শেষ সেশনে তিনটি উইকেট ফেলে দিয়ে কিউই ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। তবুও প্রথম টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৫৮ রান। ম্যাচে এখন দুদলেরই অবস্থান সমানে সমান।

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের যে অতীত পারফরম্যান্স। তাতে করে বেশ ভালো একটি দিন পার করেছে সফরকারীরা। তবে দিনটি আরও ভালো হতে পারতো, যদি কিউইদের আরও ২-১টি উইকেট নেওয়া যেত। এমনটাই মনে করছেন তরুণ পেসার শরিফুল ইসলাম, ‘খুশি। তবু মনের মধ্যে কিন্তু শব্দটা থাকেই। যদি আরও এক-দুটি উইকেট যেত, তাহলে আরও খুশি লাগত। দিন শেষে আলহামদুলিল্লাহ খুশি।’

বিজ্ঞাপন

প্রথম দিনের শেষ দিকে বোলিংয়ে ছন্দ ফিরে পেয়েছে টাইগাররা। তাতে করে টাইগার শিবিরে স্বস্তি ফিরেছে শেষ বিকেলে। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠা কনওয়েকে ফেরান ক্যাপ্টেন মুমিনুল হক। সেঞ্চুরিয়ান কনওয়ে ১২২ রানে থামেন। ২২৭ বলে ১৬ চার ও ১ ছক্কায় সাজান নিজের দুর্বার ইনিংসটি। পরে দিনের শেষ বলে এবাদত হোসেন বোল্ড করেন টম ব্লানডেলকে। তাতেই ম্যাচের মোড় ঘুরে গেছে অনেকটা।

এবার ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিতে দল। এজন্য কিউইদের দ্রুত অলআউট করতে চান শরিফুল, ‘কনওয়ের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মুমিনুল ভাই এসে উইকেটটা নিয়েছেন। আমরা চেষ্টা করব রান রেটটা ধরে রেখে ওদের দ্রুত অলআউট করার।’

বিজ্ঞাপন

প্রথম দিকে উইকেট সুইং দিয়ে প্রতিপক্ষ ঘায়েল করার চেষ্টা করেছেন। পরে ফ্ল্যাট হয়ে পড়া উইকেটে কিছুটা পিছনে বল করে টাইগাররা দিয়েছেন নিউজিল্যান্ডের রান চেক, ‘প্রথম ঘণ্টায় ভালো লেগেছে বল করে। ভালো মুভমেন্ট ছিল, সুইং ছিল। বেশ উপভোগ করেছি। লাঞ্চের পর উইকেট ভিন্ন ছিল। একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল। বল সোজা যাচ্ছিল। তখন লাইন-লেংথটা একটু পিছিয়ে নিয়েছি যেন তাদের রান করা একটু কঠিন হয়।’