জয়ের সঙ্গে শাস্তির স্বাদও পেল ভারত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় ক্রিকেটাররা

ভারতীয় ক্রিকেটাররা

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর এশিয়ার প্রথম দেশ হিসেবে সেঞ্চুরিয়নে টেস্ট জিতেছে ভারত। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে দিয়েছে ক্যাপ্টেন বিরাট কোহলির ভারত। সেঞ্চুরিয়নে প্রথমবারের মতো জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

সেই সুখস্মৃতির রেশ থাকতেই খারাপ খবর পেল সফরকারীরা। স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছে ভারতীয়দের। ম্যাচের নির্ধারিত সময়ের পর এক ওভার বল করায় তাদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। সঙ্গে ভারতের সংগ্রহ থেকে একটি পয়েন্টও কেটে নিবে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে শাস্তিটা দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি শাস্তিটা মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বিজ্ঞাপন